আমাদের কথা খুঁজে নিন

   

মোদির দিকে হাত বাড়াবেন না মমতা

প্রধানমন্ত্রী হতে নরেন্দ্র মোদির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে দলের এই অবস্থানের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

'টাইমস নাউ'-কে দেয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী বলেন, ‌'আমি সাম্প্রদায়িক দাঙ্গা মানতে পারি না৷ আমরা বিজেপি, কংগ্রেস এবং সিপিএম- এই তিন পক্ষের বিরুদ্ধেই লড়াই করছি৷'

গত মাসে ব্রিগেডের সভায় মোদি এবং বিজেপির নাম না তুলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা৷ সেই ব্রিগেডেই বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি দিল্লি দখলের লক্ষ্যে খোলাখুলি মমতার সমর্থন চান৷

জাতীয় রাজনীতিতে তার ব্যক্তিগত প্রত্যাশা নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মায়াবতী, মুলায়ম সিং, জয়ললিতা, নীতীশ কুমার- যে কেউ প্রধানমন্ত্রী হলে তার আপত্তি নেই৷ তবে সবই নির্ভর করবে ভোটের ফলাফলের ওপর৷

মমতা বলেন, 'তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই৷ আগে দেখতে হবে, কার হাতে কত আসন আছে৷ আমার কাছে বিবেচ্য বিষয় তিনটি। এক. রাজনৈতিক স্থায়িত্ব, দুই. অর্থনৈতিক স্থায়িত্ব, তিন. রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন৷ এখানে কিছু সংস্কার প্রয়োজন৷' মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গেই স্মরণ করিয়ে দিয়েছেন, ভোটদানে সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবি তিনিই তুলেছিলেন৷

এই নির্বাচনে তৃণমূল যে ফেডারেল ফ্রন্টের কথা বলেছে, তা নিয়ে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় নেত্রীকে৷ ফেডারেল ফ্রন্টের ব্যাপারে কোনো দলই আগ্রহ দেখায়নি- এই বক্তব্য উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তথাকথিত তৃতীয় বিকল্পের শরিক যে দলগুলি, তাদের অনেকের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে৷ যদিও বামেদের উদ্যোগে এই তৃতীয় বিকল্পকে 'টি পার্টি' বলে কটাক্ষ করেছেন৷

'টি পার্টি'র শরিকদের কারো সঙ্গে কি তার যোগাযোগ আছে? মমতার জবাব, 'অবশ্যই৷ দেখতেই পাচ্ছেন জোটের কী হাল! ওরা স্রেফ একসঙ্গে বসছে৷' মমতা আরও বলেন, 'আমাদের সঙ্গে ওই দলগুলিরও যোগাযোগ আছে৷ আমি নিজের মত কোনো দলের উপর চাপিয়ে দেওয়ার পক্ষপাতি নই৷

বিজেপি সম্পর্কে তার অবস্থানের কথা খোলাখুলি জানাতে গিয়ে মমতা গুজরাট দাঙ্গার প্রসঙ্গ টেনে বলেন, ২০০২ সালে সেই দাঙ্গার সময় তৃণমূল মোদির বিরোধিতা করেনি বলে সিপিএম এবং কংগ্রেস অভিযোগ করে আসছে৷ অথচ, গুজরাট দাঙ্গা শুরুর পর তৃণমূলই প্রথম সেখানে প্রতিনিধি পাঠিয়েছিল৷ সংসদেও তিনি মোদির ভূমিকার সমালোচনা করেছিলেন বলে মুখ্যমন্ত্রী জোরালো দাবি তোলেন। তার বক্তব্য, 'সংসদের নথিপত্র দেখলেই এই বক্তব্যের সত্যতা জানা যাবে৷'

মমতাকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদিকে তিনি কি সাম্প্রদায়িক দাঙ্গার মুখ বলে মনে করেন? মুখ্যমন্ত্রীর জবাব, 'গুজরাটে যা হয়েছিল, তা কী? কেন এই দাঙ্গা? উত্তরপ্রদেশ, আসামেও সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে৷ গুজরাটে যা হয়েছে, তা আর কোথাও হোক, চাই না৷ সেই কারণেই আমরা সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করছি৷'

এরপরও তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 'যদি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তৃণমূলের সমর্থন প্রয়োজন হয়, আপনি কি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন?' মমতা সাফ জানিয়ে দেন, 'আমরা তা করব না৷' সূত্র: ওয়েবসাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.