অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার সকাল ১০টা থেকে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদকের উপ-পরিচালক আহসান আলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে ৪ ফেব্রুয়ারি এমপি বদিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।
জানা যায়, এমপি বদির হলফনামা ও আয়কর বিবরণী পর্যালোচনা শেষ হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শাহীনা আক্তারের আয়কর বিবরণীও পর্যালোচনা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।