বসন্তের বৃষ্টি যেন থামছেই না, বরং গত দুইদিনের তুলনায় আজ একটু বেশিই বেড়েছে। সারারাত বৃষ্টির পর সকালেও কমার কোনও লক্ষণ নেই। ঝুম বৃষ্টি না হলেও সকাল থেকেই ঝরঝর বৃষ্টিতে বিপাকে পেড়ছে নগরবাসী। স্কুল কলেজের ছাত্রছাত্রী ও অফিসগামীদের ভোগান্তির যেন শেষ নেই এই বৃষ্টিতে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।
গতকাল রবিবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হলেও পরের ২৪ ঘণ্টায় এর দাপট বেড়েছে প্রায় তিন গুণ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পশ্চিমা লঘুচাপ ও পূবালী বাতাসের কারণে এ সময়ের এই বৃষ্টিকে স্বাভাবিক বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়, প্রথম দুই দিন বৃষ্টি বেশি হয়েছে দেশের উত্তরাঞ্চলে। বগুড়ায় ২৫ মিলিমিটার বৃষ্টি হলেও, আজ সকালে সেটি কমে হয়েছে ৯ মিলিমিটার।
তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির মাত্রা বেড়েছে দক্ষিণাঞ্চলে। কুতুবদিয়ায় দেশের সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর মংলায় হয়েছে ৩৪ মিলিমিটার। বৃষ্টির কারণে দেশের তাপমাত্রাও কমেছে। আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বৃষ্টির কারণে কর্মমুখী মানুষ ঘর থেকে বের হলেও, রাজপথে পানি-কাদা জমে থাকায় যানবাহনগুলো চলেছে ধীরগতিতে। এতে যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর মহাখালী, শ্যামলী, কল্যাণপুর, মিরপুরসহ বেশকিছু এলাকায়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।