আমাদের কথা খুঁজে নিন

   

দ্যা ইয়ার................

১. ম্যান অফ দ্যা ইয়ার ----(?মরহুম) ইলিয়াস আলী ,even google failed to find him ২.ওম্যান অফ দ্যা ইয়ার ----মেহের আফরোজ শাওন (হেতি মাশাল্লাহ দারুন অভিনয় জানে !!!) ৩.কাপল অফ দ্যা ইয়ার ---বিলওয়াল ভুট্টো-হিনা রাব্বানী খার (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না !!) ৩.ভিলেন অফ দ্যা ইয়ার ----বীরেন্দর শেবাগ (ইচ্ছে করে হারামীটারে "ঘেটুপুত্র কমলা" বানিয়ে হবিগঞ্জের বানিয়াচঞ পাঠিয়ে দিই।তারপর.........) ৪.হিরো অফ দ্যা ইয়ার -------অনন্ত জলিল (হ্যাই ম্যান,আর ইউ পম গানা ?) ৫. হিরোইন অফ দ্যা ইয়ার --উম্মে আহমেদ শিশির (সাকিব এটা কি বিয়ে করলো ! এর চেয়ে আমি কতো সুন্দরী !! বোকা ছেলেরা এভাবেই ঠকে !!! :p) ৬. ডটার অফ দ্যা ইয়ার----মালালা ইউসুফজাই (কষ্টে আছিরে আইজউদ্দীন, পাকিস্তান নুবেল পাইয়া যাইতে পারে,এই কষ্ট কই রাখি??) ৭. বেবী অফ দ্যা ইয়ার --- আরাধ্য বচ্চন ( হেতির মাথায় কয়টা চুল, হেতি ল্যাকটোজেন খায় নাকি সেরেলাক খায়, সব পাবলিকের মুখস্থ)। ৮.টেনশান অফ দ্যা ইয়ার---ঐশ্বরিয়া স্যরি, আইসোরিয়া মোটা হয়ে গেছে !!টেনশান না !! ( নিজের হাজব্যান্ড যে মোটা হয়ে যাচ্ছে তার কোন খবর নাই ) ৯.অ্যানিমেল অফ দ্যা ইয়ার---কালো বিড়াল দ্যা ব্ল্যাক কেট (ইহা রেলওয়েতে বাস করে ) ১০.দেশপ্রেমিক অফ দ্যা ইয়ার--সৈয়দ আবুল হোসেন মাদ্দেজিল্লুহিল আলাইহি (আমি দেশকে জীবনের চেয়েও ভালোবাসি- -থাপ্পর সে ডর নেহি লাগতা সাব, পেয়ার সে লাগতাহে !!!) ১১.পিছলা অফ দ্যা ইয়ার- বিশ্বব্যাংক (লুকোচোরি লুকোচোরি গল্প,তারপর হাতছানি অল্প ....) ১২.ভেঙচি অফ দ্যা ইয়ার-ভেঙচি বাই তামিম টু লোটা কামাল আফটার ফাইভ ফিফটি ১৩.ট্র্যাজেডি অফ দ্যা ইয়ার-ব্রিটিশ রাজবধু গেছে হাসপাতাল।হাজার সাংবাদিক এর যন্ত্রনায় মারা গেলো বেচারি নার্স।( ইংল্যান্ডে হয়তো প্র্যাগনেন্সি ষ্ট্রীপ পাওয়া যায়না !!থাকলেতো হেতি ঘরে বসেই চেক কইরতে পাইরতো ) ১৪.গেষ্ট অফ দ্যা ইয়ার--- আন্টি হিলারী ক্লীনটন (আমি চিনিগো চিনি তোমারে......) ১৫.না আসা গেষ্ট অফ দ্যা ইয়ার----দিদি মমতা (আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে) ১৬.ফ্রেন্ড অফ দ্যা ইয়ার----- ভারত (উভয় দলই তাকে পেতে চায়--কইলজার ভিতর গাঁথি রাইখ্খুম তোঁয়ারে,........সিনার লগে বাধি রাইখ্খুম তোঁয়ারে..... ও ননাইরে..........) ১৭. কমিটমেন্ট অফ দ্যা ইয়ার------পদ্মা সেতু ।প্রয়োজনে নিজের টাকায় হবে।১টা না,২ টা হবে (একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দিয়া,ফির মে আপনি আপ কোভি নেহি সুনতা ) ১৮.স্কুল অফ দ্যা ইয়ার--- ভিকারূন্নেসা (no coments !) ১৯.কলেজ অফ দ্যা ইয়ার- লালমাটিয়া মহিলা কলেজ-(আমাদের prime minister এর কাজের বুয়া নাকি এখানে অধ্যয়নরত) ২০.ভার্সিটি অফ দ্যা ইয়ার-University Of South Asia........( রজনীকান্ত এখানে চান্স পায়নি !!!) ২১.রিজেকশান অফ দ্যা ইয়ার--মন্ত্রী হলেন না তোফায়েল, (আমায় এতো রাতে কেনে ডাক দিলি.......প্রাণ কোহকিলারে.......) ২২.টাইগার অফ দ্যা ইয়ার---আরেফিন রূমী, (সাবাশ বেটা,বাঘের বাচ্চা,এগিয়ে যা,আর মাত্র ২টা বাকি.........._ ২৩.টক অফ দ্যা ইয়ার-হলমার্কের ৩০০০ কোটি টাকা আর এমন কি !!!এটা নিয়ে এতো মাতামাতির কি আছে !!! ২৪.উপদেশ অফ দ্যা ইয়ার- যাও তোমরা ঘুরে বেড়াও,,মজা করো,সিনেমা দেখো !!মেডিকেলে ভর্তি পরীক্ষা হবেনা......... ২৫.মিস অফ দ্যা ইয়ার-১২/১২/১২ তে যারা কোনো কিছুই করতে পারেনি..( বিয়ে ,খৎনা,মুসলমানী ,বাচ্চা পয়দা etc etc ) ২৬.গেইন অফ দ্যা ইয়ার----২১/১২ তে দুনিয়া ধ্বংস হয়নি, বাঁইচা গেছি রে !!! ২৭. আফসোস অফ দ্যা ইয়ার--- এশিয়া কাপ ২৯. ডান্স অফ দ্যা ইয়ার-----গ্যাংনাম। ৩০.লস অফ দ্যা ইয়ার-হুমায়ূন আহমেদ,হুমায়ন ফরিদী,গাদ্দাফী (আমরা তোমাদের ভুলবোনা।) (collected)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.