মাঝে মাঝে জনৈক বন্ধুর পরিবারের সবার (সে ছাড়া) অনুপস্থিতিতে সুযোগ থাকলে তার বাসায় রাতে মজা করার জন্য যাই।
প্রায় সময়ই আমি নিজের বাসা থেকে রাতের খাবার খেয়েই যাই। স্বাভাবিকভাবে ক্ষুধা থাকার কথা না।
যখন সে খেতে বসবে, খাক ব্যাপার না! আমি তো খেয়েই আসছি সমস্যা কি! সমস্যা নাই!
কিন্তু যখনি সে সাধবে হোক এমনি বা সত্যি, তখন যতই বাসা থেকে ভরপেট খেয়ে আসি সব শেষ! আমি খাবো। এবং বরাবরই খাই। :v
মোটকথা সাধিবা মাত্র আমি খাইতে প্রস্তুত :v
তবে আমি কিন্তু নাদান না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।