আমাদের কথা খুঁজে নিন

   

ফাল্গুনে হংসস্নান // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভালোবাসার দেহ থেকে ফুলে উঠছে ফুল __
পাতার নিচে ঢেকে অাছে সুগোল বৃত্তি ;
কাছে সাথে যেন আজ বাড়ছে সম্প্রীতি :
বিনা বর্ষার ভরে গেলো মনের দুকূল।

ফাগুন আগুন দিলো মনের কোণায় __
লেলিহান কামনায় হলো প্রেমের পুরাণ,
পুড়ে পুড়ে আজ আমি খাটিঁ সোনায় __
প্রেম খেলে যায় মনে অনক অফুরান।



পুলকে প্লুত আজ এই ফাগুন দিনে,
তুমি নেই তাতে কী আছে তব গান,
সুরের মোহানায় বেঁধেছো ঋণে __
বিনা মিলনে তবু করি হংসস্নান।

আজ যদি এসে যাও ফাগুন বেলায় __
সিন্নি দেবো আমি জেলা উপজেলায়।
১৮.০২.২০১৪
ফাল্গুনে হংসস্নান //
শাফিক আফতাব //

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।