প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ মঙ্গলবার মইনের মামলা বাতিলের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
এর ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকল না বলে বিএনপি নেতা টুকুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান।
চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎখাতে অনিয়ম, দুর্নীতি নিয়ে ‘মিথ্যাচার’ করার অভিযোগে তখনকার সেনা প্রধান মইনের বিরুদ্ধে ২০০৯ সালের ১২ জুলাই এ মামলা দায়ের করা হয়।
ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা এ মামলায় জেনারেল মইনের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন টুকু।
ওই মামলা হওয়ার পর ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর মামলা বাতিলের আবেদন করেন মইন। পরের বছর জানুয়ারিতে আদালত মইনের আবেদন না মঞ্জুর করে।
ওই বছরের ২৮ জানুয়ারি মইনের পক্ষে হাই কোর্টে ‘সিভিল রিভিশন’ দায়ের করা হলে তাও খারিজ হয়ে যায়।
এরপর ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি মইন আপিল বিভাগে আপিলের আবেদন (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল) করেন।
ওই আবেদনের প্রাথমিক শুনানি করে একই বছরের ৪ এপ্রিল বিচারিক আদালতে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছিল আপিল বিভাগ।
মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত শুনানি করে আপিলের আবেদন না মঞ্জুর করে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে। এই আদেশের ফলে মামলাটি চলতে আর কোনো বাধা থাকল না।
”
আদালতে মইনের পক্ষে শুনানি করেন এম কামরুল হক সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন, মো. বজলুর হাসান ও ব্যারিস্টার এ এসএম শাহরিয়ার করিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।