আমাদের কথা খুঁজে নিন

   

মাটি খুঁড়ে স্টিভ জবসের মাউস!

দাঁড়াও পথিকবর! জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল...

জটিল ব্যাপার!! এইজন্যেই জবস মামুরে ভালা পাই

কিছু কিছু মানুষ আছেন যারা মৃত্যুর পরও মানুষকে চমকে দিতে ভালোবাসেন। ভূত হয়ে নয় অবশ্যই; তাদের কাণ্ডকারখানা দিয়ে। সে তালিকায় এবার যোগ হলেন অ্যাপলের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও স্টিভ জবস। জানা গেছে, ভবিষ্যতের জন্য কেবল আইফোন বা ম্যাক নয়, টাইম ক্যাপসুলও তিনি রেখে গেছেন!



ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সদস্যরা মঙ্গলবার আমেরিকার অ্যাস্পেন শহরের একটি জায়গায় মাটি খুঁড়ে এ ক্যাপসুল আবিষ্কার করেন।



১৯৮৩ সালে এই অ্যাস্পেনে ইন্টারন্যাশনাল ডিজাইন কনফারেন্স শেষে স্টিভ জবস এক অদ্ভুত কাণ্ড করেছিলেন।

একটি প্লাস্টিকের টিউবে কিছু ব্যক্তিগত টুকিটাকি জিনিস রেখে মাটি

র নিচে চাপা দিয়েছিলেন। এসবের মধ্যে লিসা নামের একটি মাউস ছিল, যাকে ইতিহাসের প্রথম কম্পিউটার মাউস বলা হয়।



ঠিক কোথায় জবস এসব পুঁতেছিলেন কেউ জানতো না। অ্যাস্পেন কর্তৃপক্ষ ২০০০ সালের দিকে বেশ কয়েকবার উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ন্যাশনাল জিওগ্রাফিকের ‘ডিগার্স’(Diggers) অনুষ্ঠানের সদস্যরা এটি বের করেন।



ভিডিওসহ এখানে পাবেন


ফেবু থেকে পাইলাম



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।