আমাদের কথা খুঁজে নিন

   

সুব্রত শুভর কথা বলতে এসেছি

দায়িত্ববান নাগরিক সুভ্রত শুভ একটি অসহায় দেশ প্রেমিকের নাম । এ কথা ভাবতেই চোখের পানি ধরে রাখতে পারিনা । রাত দিন যে দেশের জন্য লিখে যেত । যে লিখেছে প্রিয়ভাষিণী কে নিয়ে , লিখেছে মুক্তিযোদ্ধা শহিদুল হক মামা কে নিয়ে , লিখেছে শেখ মুজিবুর রহমান কে নিয়ে । যার বোধ, চিন্তা শুধুই দেশের জন্য ছিল তার হাতে আজ হাত করা ।

রিমান্ড এ নেয়া হয়েছে এই নিরপরাধ ছেলেটাকে । সে জামাতের বিরুদ্ধে লিখত। সে জামাত যে ধর্ম পালন করে সেই ধর্মের ক্ষতিকর দিক নিয়ে লিখত । ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলার ছাত্র সে , প্রচণ্ড বই পড়ার নেশা । মানুষের জন্য রাত দিন দৌড়ে বেড়াত ।

কত দিন ফোন দিয়েছি রক্ত লাগবে , এই শুকনা পিচ্চি ছেলেটা রক্ত দেবার জন্য ছুটে এসেছে । জড় নিয়ে তাকে দেখেছি শীত বস্ত্র বিতরণ কাজে অমানুষের মত পরিশ্রম করতে । অথচ আজ সে একা , আর্থিক কিংবা ক্ষমতার জোর না থাকায় তার ভবিষ্যৎ বিপন্ন । তাকে মিথ্যা অপবাদ দিয়ে আটক করা হয়েছে । আমরা কি এই অসহায় ছেলেটার দেশ প্রেমের প্রতিদান দেব তার হাতে হাত কড়া আর জেল ? সে হিন্দু বলে আজ তার উপর আরও বড় বিপদ নেমে এসেছে ।

শুভ খুব অভিমান করে বলত আমি হিন্দু , আমি এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক । আমরা বাঙালি । আজ যদি আমরা ওর পাশে না দাড়াই তবে আমাদের সবার প্রিয় এই ছেলেটা হারিয়ে যাবে । ওকে দেখে শহীদ রুমির কথা মনে পরে যায় । আমরা কি আজ আমাদের এই রুমি কে হারাতে দেব ? আমরা বেঁচে থাকতে সে কেন জেলে অমানুষিক কষ্ট ভোগ করবে ? আমরা কি ওর জন্য প্রতিবাদী হব না ? ওর কান্না ভেজা চোখ কি আমরা মেনে নেব ? আজ পুরো বাঙালি জাতির কাছে জানতে চাই ।

Foring Camelia এই শুকনো ছেলেটার অসহায় চেহারা পত্রিকার পাতায় দাগী আসামীর মত দাড় করিয়ে রাখা ছবি দেখে চোখ দিয়ে আমারও পানি এসেছে। ঘুমাতে গেলে এই অসহায় চেহারা ভেসে ওঠে। ওকে নিয়ে কিছু না করতে পারার অসহায়ত্ব আমাকেও পীড়া দেয়, তাই সুব্রত শুভর কথা বলতে এসেছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.