গাঁজায় নিয়মিত টান দিলে দুর হতে পারে এইডসের সংক্রমণ। নতুন এক গবেষণায় প্রমাণ মিলেছে ‘গাঁজাখুড়ি’ এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
গবেষকেরা জানিয়েছেন, গাঁজার মধ্যে থাকা প্রাথমিক সাইকোঅ্যাকটিভ উপাদান হল টিএইচসি। এটি রোগপ্রতিরোধক টিস্যুগুলিকে এইচআইভি’র ধ্বংসকারী প্রভাব থেকে রক্ষা করে। নিউ অর্লিয়ান্সের লুসিয়ানা স্টেট ইনিভার্সিটি হেলথ সাইন্সেস সেন্টারের প্যাট্রিসিয়া মলিনা ও তাঁর সহকর্মীরা বানরের উপর এক পরীক্ষা চালান।
তার ফলাফলের ভিত্তিতেই তাঁরা জানিয়েছেন, টিএইচসি টি-সেল গোষ্ঠীকে অনেকদিন বাঁচতে সাহায্য করে। সামগ্রিক কোষের মৃত্যুর পরিমাণ কমায়।
নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, শিকাগোর ফেইনবার্গ স্কুল অফ মেডিসিনের সেল অ্যান্ড মলিকিউলার রায়োলজির অধ্যক্ষ থমাস হোপ'র মতে, এইচআইভি সংক্রমণের চিকিৎসার আগে এটি কীভাবে ছড়িয়েছে তার কারণ জানা প্রয়োজন। এছাড়াও এই চিকিৎসার বিকল্প পন্থাও প্রয়োজন। তিনি জানান, এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ এটির মাধ্যমে জানা গিয়েছে, টিএইচসি কীভাবে এই রোগের অগ্রগতিকে প্রভাবিত করে। এই গবেষণার মাধ্যমে এইচআইভি সংক্রমণের গতি হ্রাস করার নতুন এক পদ্ধতি পাওয়া গেল।
সম্প্রতি এই গবেষণাটি এইডস্ রিসার্চ অ্যান্ড হিউম্যান রেট্রোভাইরাসেসের একটি জার্নালে প্রকাশিত হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।