এক মাস হয়ে গেছে, লঙ্কানরা তাঁবু খাটিয়েছে বাংলাদেশে। ঢাকা-চট্টগ্রামের আবহাওয়ার সঙ্গে পুরোপুরিই অভ্যস্ত হয়ে উঠেছে তারা। বাংলাদেশে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই নিজেদের প্রমাণ করেছে। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ শুরুর আগে লঙ্কানদের জন্য এর চেয়ে সুখের আর কী হতে পারে? মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা তো আছেই, আগামীকাল ঢাকায় আসছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানও। রবিবার আসছে ভারত। এরই মধ্যে পেঁৗছে যাবে আফগানরাও। বিশ্বকাপের আগে দর্শকদের বাড়তি প্রেরণা দিতে দুয়ারে হাজির এশিয়ার বিশ্বকাপ! গত এশিয়া কাপের ফাইনালের কথা বাংলাদেশের ক্রিকেটভক্তরা কখনই ভুলতে পারে না। সেবার মুশফিক-সাকিবদের কান্নার সঙ্গে মিশেছিল তাদের অশ্রুও। মিরপুরের সবুজ ঘাসে এখনো হয়তো লেগে আছে সেই অশ্রুর দাগ। টাইগাররা কি অতীতের বেদনায় প্রলেপ দিতে পারবে? এমন একটা স্বপ্ন প্রতিটি ক্রিকেটভক্তের বুকেই লালিত হচ্ছে দুই বছর ধরে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দিল! এমন ভঙ্গুর একটা দল গত এশিয়া কাপের ফাইনালে ২ রানে হারের যন্ত্রণাটা লাঘব করতে পারবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।