ছাত্রলীগের এক গ্রুপের কর্মীদের মারধর করে এক ঘণ্টার মধ্যে অপর গ্রুপের নেতাদের হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগদান করছে বরিশাল বিএম কলেজের কতিপয় ছাত্রদল কর্মী। গতকাল এ ঘটনাকে কেন্দ্র করে বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ত্রিমুখী অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ১০টার দিকে কলেজ এভিনিউ পকেট গেটে সৈকত, রাহাত হোসেন, পিয়াল খান ও শ্রাবণ নামে কয়েকজন ছাত্রদল কর্মী ছাত্রলীগ কর্মী আরিফুর রহমানকে মারধর করে। খবর পেয়ে ছাত্রলীগ কর্মী সুজন খান ও রোমেল ঘটনাস্থলে এলে ছাত্রদল কর্মীরা তাদেরকেও মারধর করেন। এর কিছুক্ষণ পর পাল্টা প্রতিশোধ হিসেবে ছাত্রলীগ কর্মী আরিফ, সোহাগ, স্বপন ও রোমেলসহ ছাত্রলীগের একটি গ্রুপ এবং ছাত্রদল কর্মী কবির হোসেনের নেতৃত্বে ছাত্রদলের অপর একটি গ্রুপ অস্ত্রসহ প্রথম গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদলের সৈকতকে খুঁজতে থাকে। খবর পেয়ে সৈকত, রাহাত হোসেন, পিয়াল খান ও শ্রাবণ তাদের ১৫/২০ জন সহযোগী ছাত্রসংসদ ভবনে গিয়ে আশ্রয় নিয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদের কথিত ভিপি মইন তুষারের হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগদান করেন। কোতোয়ালি থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বিএম কলেজে ছাত্রদলের অস্ত্র নিয়ে প্রবেশের কথা শুনে সেখানে পুলিশ পাঠানো গিয়ে কাউকেই পায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।