নরসিংদীতে সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলীকে পেটালেন স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা। বিল পাস করাকে কেন্দ্র করে সোমবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাশাইলের সড়ক ও জনপদ বিভাগের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হীরুর ভাতিজা বিপ্লব সরকারকে প্রধান আসামি করে ৭-৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন লাঞ্ছিত উপসহকারী প্রকৌশলী ফজলে বারী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় কোটি টাকা ব্যয়ে নরসিংদীর ভেলানগর থেকে জেলা পরিষদ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের কাজ চলার সময়ই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বিপ্লব সরকার কাজের বিল পাস করার জন্য উপসহকারী প্রকৌশলীকে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু নারায়ণগঞ্জ থেকে সদ্য বদলি হয়ে আসা উপসহকারী প্রকৌশলী বিল পাস করার বিধান নেই জানালে সংসদ সদস্যের ভাতিজা বিপ্লব তার ওপর ক্ষিপ্ত হয়। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিপ্লবসহ ৭-৮ জন অজ্ঞাত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ফজলে রাবি্ব মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকলে অফিস থেকে এসডি জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ছুটে এসে তাকে উদ্ধার করে।
এ প্রসঙ্গে অভিযুক্ত ঠিকাদার বিপ্লব সরকার পেটানোর সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রে ছকে ফেলা হয়েছে আমাকে। কারণ ঘটনার সময় সড়ক ও জনপদ বিভাগের অফিসে ছিলাম না। বাহিরে চা খাচ্ছিলাম। দূর থেকে চিৎকারের শব্দ শোনে তাকে উদ্ধার করি। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) মমিনুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।