বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, উপজেলা নির্বাচনে দলের জ্যেষ্ঠ নেতারা যাতে দলীয় প্রার্থীদের পাশে দাঁড়াতে না পারেন সেজন্য তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হচ্ছে। গতকাল সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তি দাবিতে দলীয় কার্যালয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মহিলা দলের আহ্বায়িকা নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাচন চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মাস্টার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায় দাস, শরীফ মো. মহিউদ্দিন, আহসান উল্লাহ চৌধুরী, মোজাদ্দেদ আলী বাবু, ওমর শাহনেয়াজ, জেলা ছাত্রদল সভাপতি রেজাউল কবির পল, ভাইস চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন, সাবেরা বেগম প্রমুখ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন পাওয়ার পরও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন আদেশ নিম্ন আদালত বাতিল করেছেন। অথচ উচ্চ আদালতের আদেশ অব্যাহত রাখা নিম্ন আদালতের কাজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।