চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়ার দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনে গতকাল অংশ নিয়ে প্রখ্যাত ওলামায়ে কেরামরা বলেছেন, মহান আল্লাহ বলেন, পরকালে নাজাতের একমাত্র উপায় সিরাতে মুস্তাকিমের ওপর অটল-অবিচল থেকে জীবনযাপন করা। আর সিরাতে মুস্তাকিম হলো নবীদের পথ, শহীদদের পথ ও নেককারদের পথ; যার সারাংশ হলো হক্কানি ওলামাদের পথ। তাদের সঙ্গে সম্পর্ক রেখে ধর্মীয় অনুশাসন মেনে চললেই শুধু আখিরাতে মুক্তি সম্ভব। গতকাল বাদ জোহর জামিয়া মাদানিয়ার দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন জামিয়া প্রাঙ্গণে শুরু হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, ছাত্র ও তৌহিদি জনতার উপস্থিতিতে সরব হয়ে ওঠে সম্মেলন প্রাঙ্গণ। সম্মেলন চলবে আজ মধ্যরাত পর্যন্ত। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জামিয়াপ্রধান, দেশের সর্বজনশ্রদ্ধেয় মুরবি্ব ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান (দা.বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন জামিয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক্ব নদভী, চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তিবাদী বক্তা আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানী, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আখতার হোসাইন, হাটহাজারী মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নুমান ফয়েজী, ফটিকছড়ি আমতলি মাদ্রাসার পরিচালক মাওলানা আনওয়ার, কঙ্বাজারের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর সিনিয়র মুহাদ্দিস মুফতি মাওলানা হাফেজ এমদুল্লাহ, মুফতি মিজান মুহাম্মদপুর, ঢাকা প্রমুখ। বিজ্ঞপ্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।