আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচন-প্রাপ্তি অপ্রাপ্তি

নাগরিক

৯৭টি উপজেলায় প্রথম পর্বের উপজেলা নির্বাচন শেষ হলো। যদিও এটা স্হানীয় নির্বাচন, তবূও নির্বাচনের ফলাফল আমরা দলীয় ভিত্তিতে দেখতে আগ্রহী। নির্বাচনে আওয়ামী লীগ-৩৪, বিএনপি ৪২, জামাত ১২, জাতীয় পার্টি-১, অন্যান্যরা ৭ আসনে জয়ী হয়েছে ।
এই উপজেলা নির্বাচনে সরকারের একটা উদ্দেশ্য ছিলো- বিএনপিকে একটা স্হানীয় নির্বাচনে ব্যস্ত রেখে গত ৫ই নির্বাচনের সাধারন নির্বাচন নিয়ে যে জাতীয় বিতর্ক তা থেকে তাকে দূরে রাখা। সে উদ্দেশ্য সরকারের কিছুটা পূরণ হয়েছে।


তবে নির্বাচনের ফলাফলে সরকার কতটুকু সন্তুষ্ট তা আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি।
পরিসংখানে যেটা দেখা যায়-ফলাফলে বিএনপি আওয়ামী লিগের চাইতে কিছুটা এগিয়ে আছে। বিএনপি স্বাভাবিকভাবে পুলকিত হওয়ার কথা। বিএনপি দাবি করছে নির্বাচন যদি আরো নিরেপক্ষ হতো তাহলে তারা আরো বেশী আসন পেতো।
তবে অনাকান্ক্ষিত ফলাফল পেয়েছে জামায়াতে ইসলামী।

তারা ১২টি আসন পেয়েছে। তারা এই আসন গুলো কেমন করে পেল তা আগামীতে আলোচনার বিষয় হবে।

বিরোধীদল আশা করছে উপজেলা নির্বাচনের ১ম পর্বের এই বিজয় আগামী উপজেলা নির্বাচনেও অব্যাহত থাকবে।
বিএনপির বিভিন্ন নেতা আশা প্রকাশ করছেন -তাদের এই বিজয় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে সহা্য়ক হবে।
তবে তাদের পথ যে খুব সহজ হবে না তা বলাই বাহুল্য ।







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.