নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।
উপজেলা নিবার্চনে জামায়াতে সফলতা প্রমাণ করে, আওয়ামীলীগ জামায়াতকে দমনের যে কৌশল অবলম্বন করছে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মনে রাখতে হবে জামায়াত শুধুমাত্র একটা পার্টি নয়, একটা চিন্তাও বটে, এবং নিশ্চিত ভাবেই বিপদজনক চিন্তাা। জামায়াত একটা অপসংস্কৃতি তথা সাম্প্রদায়িক সাংস্কৃতিকে লালন করে। এই সংস্কৃতির বিরুদ্ধে পালটা অসামপ্রদায়িক ধর্ম নিরপেক্ষ সংস্কৃতি তৈরি না করে, স্রেফ বিরোধী মত দমনের জন্য দমন পীড়ন চালিয়ে সমাজ থেকে কোন মতকে উচ্ছেদ করা যায় না। জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আবার আওয়ামীলীগওতো ধর্মকে রাজনৈতিক ব্যবহার করে। সেই সাথে এ-কথাওতো সত্য, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, ভারতের কাছে জাতীয় স্বার্থ বিক্রয়ে দেওয়ার জন্য নয়।সাম্রাজ্যবাদী ভারতের প্রতি বর্তমান সরকারের নতজানু নীতিও কিন্তু এখানে মৌলবাদীদের উত্থানের অন্যতম কারণ। আশা করি বিষয়গুলো আওয়ামী পন্থি প্রগতিশীল বন্ধুরা একবার ভেবে দেখবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।