আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজি স্টেশনের প্রকৌশলীকে গলা কেটে হত্যা

শুক্রবার ভোরে ঈশ্বরদী উপজেলার পাবনা-পাকশী সড়কের বাঁশেরবাদা টেপাগাড়ী নামক স্থানে এই ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, নিহত নাহিদ হোসেন বাপ্পী (৩০) শহরের আটুয়া লাইব্রেরি বাজার এলাকার মোহাম্মেল হোসেনের ছেলে।

তিনি রূপপাড়া এমআরএস সিএজি স্টেশনের প্রকৌশলী ছিলেন।

ওসি কাজী হানিফুল বলেন, সিএনজি স্টেশনে কাজ শেষে ভোরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাপ্পী। পাবনা-পাকশী সড়কের বাঁশেরবাদা টেপাগাড়ীতে দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলা কেটে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।”

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.