আমাদের কথা খুঁজে নিন

   

একুশের গল্প

খুব ভোর ............ মা নামাজ পড়ছেন । কলিংবেল বাজছে
অবাক আমি ও মা , কে এলো এত ভোর বেলায়??

মা দরজা খোলেন ......এক গাল হাসি মুখে দাড়িয়ে সুদর্শন এক কিশোর , মাথায় সাদা টুপি । , কৌতূহল নিয়ে তাকিয়ে রইলেন মা।

দাদু...... আজ একুশে ফেব্রুয়ারী। , নামাজ পড়ে অনেক বাড়ি ঘুরলাম , কোথাও ফুল পেলাম না।

শহীদ মিনারে ফুল দিতে যাব , আপনাদের বাগানে অনেক ফুল, আমাকে কিছু ফুল দেবেন দাদু??
মা, আমি ভীষণ অবাক.....



আমাদের বাগানের ফুলগুলো ২০ ফেব্রুয়ারী থেকে পাহারা দেই আমরা, প্রতি বছ র ই চুরি হওয়ার ভয়ে.

এই প্রথম কোন কিশোর , ফুল নিতে অনুমতি চাইল??

কি সুন্দর, মা খুশি হয়ে ওকে নিজ হাতে ফুল তুলে দিলেন। এক গাল হেসে কৃতজ্ঞ দৃষ্টি দিয়ে চলে গেল।

এই প্রথম আমাদের বাগানের ফুল গুলো সার্থক হল। নিজে ফুল না দিলেও কেন জানি মনে হল, ফুল দিলাম আমরা ও।

ছোট বেলায় আমরাও যে চুরি করা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতাম শহীদদের , তখন হয়ত অসস্তি ই হত শহীদ মিনারের, আজ হত স্বস্তিতে থাকবে শহীদ মিনার, নতুন প্রজন্মের পবিত্রতায়.।

.।

প্রতি বছর একুশে ফেব্রুয়ারী আমাকে কেন জানি, সেই কিশোরের কথা স্মরণ করিএ দেয়

গল্পটা জীবন থেকে নেওয়া । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।