আমাদের কথা খুঁজে নিন

   

"সালাত" অর্থ কী?

নিজের জন্য লেখি, নিজের কথা লেখি।

সালাত অর্থ প্রগাঢ় নিষ্ঠা সহকারে স্রষ্টার কাছে প্রার্থনা করা ও স্রষ্টার সেবা করা।
প্রথম অংশ সহজেই বোঝা যায়, কিন্তু ২য় অংশ! আপনি স্রষ্টাকে সেবা করার জন্য কোথায় পাবেন!!
আপনার সাধ্যের মধ্যে স্রষ্টার কোন কাজ এগিয়ে দেয়ার চেষ্টা করাই তাঁর সেবা করা হবে। কোরআন শরীফে আল্লাহ-তায়ালার প্রথম যে কাজ/নামের কথা বলা আছে তা হল “রব্বুল আলামীন” মানে মহাবিশ্বের প্রতিপালন। আপনি আপনার সাধ্যমত সৃষ্টির প্রতিপালনের চেষ্টা করলে তাই হবে আপনার সালাত।

শুধু মনে সালাতের বা স্রষ্টার সন্তোষটির নিয়ত রাখতে হবে। আল্লাহ-তায়ালার আরও অনেক নাম বা কাজ রয়েছে। আপনার সাধ্যমত সেগুলোরও চেষ্টা করতে পারেন।
মনে রাখবেন, আমরা ভাবি “আমি”/ “আমার”! “আমি”/ “আমার” শব্দটা শুধু মাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, মানুষের জন্য নয়। মানুষ হচ্ছে সম্পূর্ণ সৃষ্টির একটা অংশ।

সবাই/সব মিলে আমরা, আমি বলে এখানে কিছু নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।