ভালো থাকার চেষ্টা করি সদা
১
কোনদিন তুই যদি
হয়ে যাস পলাতক
বলবো আমি তবুও
তোর-ভালো হোক। ভালো হোক।
বন্দি করে রাখবো তোকে
মনের ছোট্ট বারান্দায়
কসম খোদার-এই পৃথিবীর
জানবেনা কোনো বান্দায়।
২
সাবধানে রাখি
এই দু'টি চোখ
এর-ই মাঝে গোপন
আমার শত শোক।
এদিক সেদিক হলেই যদি
গড়িয়ে পরে তা
ঐ মেয়েটা কষ্ট পাবে
কাঁদবে অযথা।
৩
হতে চাই
তোর সঙ্গী
ভাল্লাগে তোর
সব ভঙ্গি।
৪
আমার 'বা' পাশের জায়গাটা
করেছিস তুই দখল
যা-দিয়ে দিলাম নিঃসার্থে
জমির দলিল সকল।
৫
বুকের ভিতর-
ধূসর মরুভূমি সাহারা
রাত কাটে নির্ঘুম
চাঁদকে দিই পাহারা।
৬
বাড়ছে আমার
স্বপ্নক্ষুধা
বোকা মেয়েটাকে
একটু সূধা।
তাকে ঘিরেই
স্বপ্ন দেখা-সব
সে ছাড়া
লন্ডভন্ড-আমার ইহভব।
৭
দেখেছি তোকে এক পলক
ছাদের উপর
ঘোর কাটে না
সকাল থেকে ভর দুপুর।
বিঃদ্রঃ ছাদে উঠে এদিক-সেদিক তাকানো বর্জনীয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।