আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান ইউর সঙ্গে রুনির নতুন চুক্তি

ম্যানচেস্টার ইউনাইটেড শুক্রবার ওয়েবসাইটে ২৮ বছর বয়সী রুনির সঙ্গে নতুন চুক্তি করার কথা জানায়।

এই চুক্তির ফলে রুনি সপ্তাহে প্রায় ৫ লাখ ডলার বেতন পাবেন বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে।

২০০৪ সালে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। ইউনাইটেডের হয়ে ৪৩০টি ম্যাচে ২০৮টি গোল করেছেন রুনি। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ ও ফিফা ওয়ার্ল্ড ক্লাব কাপ জিতেছেন তিনি।

রুনি বলেন, "আমি বিশ্বাস করি, ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে এটা আরেকটা সফল অধ্যায়ের শুরু। "

রুনিকে ধরে রাখতে পেরে স্বস্তি পেলেন ঘরোয়া লিগে এ মৌসুমে ব্যর্থতার পরিচায় দেয়া ম্যান ইউর কোচ ডেভিড ময়েস।

"রুনির আছে সক্ষমতা, অভিজ্ঞতা এবং সফল হওয়ার আকাঙ্খা। সে আমার ভবিষ্যত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সে চ্যালেঞ্জটা নিয়েছে দেখে আমি খুবই রোমাঞ্চিত।

"

বর্তমানে ইপিএলের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে আছে ইউনাইটেড।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.