আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে এসেছেন এবার নাকে খত দিন, খালেদাকে হাসিনা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “উনার তো চক্ষু লজ্জা বলে কিছু নাই। কখন যে কী বলবেন, কী করবেন, তার ঠিক নাই। উনি নির্বাচন করবেন না। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না।

“উপজেলা নির্বাচনে এসেছে।

হাটি হাটি পা পা করে সব কিছুতেই আসবে। ”

উপজেলায় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও তাদের সমর্থিত প্রার্থীদের বিজয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকারকে মানবেন না। আমাদের সরকারের অধীনে ইলেকশন করবেন না। আমাদের সরকারের অধীনে ইলেকশন হয়েছে। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

“বিএনপি নেত্রীও সে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবার বাংলাদেশের জনগণের সামনে নাকে খত দিয়ে তওবা করেন। আর এ ধরনের কথা বলবেন না। ”

মণিপুরী পাড়ায় কৃষিবিদ ইন্সটিটিউটের মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “অবাধ-নিরপেক্ষ হবে না বলে আবার উপজেলা নির্বাচন করলেন। যে উপজেলা পদ্ধতিতেই তিনি বিশ্বাস করেন না।

উপজেলা চেয়ারম্যানদের তিনি বাতিল করেছিলেন ৯১ সালে ক্ষমতায় এসেই। এই পদ্ধতিই উনি বাতিল করে দিয়েছিলেন। আবার সেই পদ্ধতিই উনি গ্রহণ করলেন। ”

অষ্টম জাতীয় সংসদে তৎকালীন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না।

বেশি ‘বাড়াবাড়ি’ করলে শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীও হতে পারবেন না বলে মন্তব্য করেছিলেন বিএনপি প্রধান।

খালেদা জিয়ার ওই কথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, “২০১৪ সালের নির্বাচনে না এসে উনি নিজেই বিরোধীদলের নেতা হতে পারলেন না। উনার অভিশাপ উনার উপরেই। এটাই উনার বুঝে দেখা উচিত- তার অভিশাপ তার উপরই লেগে গেছে। ”

বিএনপি চেয়ারপারসনকে আর আন্দোলন না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আর আন্দোলনের কথা যেনো উনি না বলেন। মানুষ মারার আন্দোলন, মানুষ মারার আন্দোলন।

মানুষের জীবনের কোনো মূল্য নেই। ”

সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচন হয়েছে, অংশগ্রহণ করেন নাই। কিন্তু মানুষের যে ক্ষতি করলো তার জবাব কী দেবেন?”

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভোটারবিহীন’ আখ্যা দিয়ে বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

এর জবাবে শেখ হাসিনা বলেন, “অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি যে পার্টি, সে পার্টি নিজেই তো অবৈধ।

তারা আবার আরেকজনকে অবৈধ বলে কিভাবে ? অবৈধভাবে জন্ম বলেই সবকিছু অবৈধ দেখে।

“সেনাপ্রধান হয়ে বঙ্গভবনে গিয়ে সায়েম সাহেবকে অস্ত্র ঠেকিয়ে রাষ্ট্রপতি হন। টেলিভিশনে বললেন, ‘আমি রাষ্টপতি হলাম’। ”

জিয়াউর রহমানের পারিবারিক সমস্যার সমাধানে উপ সেনাপ্রধানের পদ তৈরির প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, “পারিবারিক সমস্যা সমাধান করতে কুমিল্লা থেকে ঢাকায় এনে সেনাবাহিনীতে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, উপ সেনাপ্রধান। সেই উপ সেনাপ্রধানের পোস্ট ক্রিয়েট করে জিয়াউর রহমানকে ঢাকায় নিয়ে আসলেন বঙ্গবন্ধু।

উনার পারিবারিক সমস্যা সমাধান করলেন। ”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা বলেন, “সেই পোস্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হল- উপ সেনাপ্রধান হিসাবে জিয়াউর রহমানের তো একটা দায়িত্ব থাকে? কর্নেল ফারুকের বক্তব্যে ছিল, জিয়াউর রহমান এই ঘটনার সঙ্গে সম্পূর্ণ জড়িত ছিল। ”

বাংলা ভাষাকে বিশ্বব্যাপী  ছড়িয়ে দিতে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

“বিএনপি নেত্রী বাংলা ভাষার জন্য কিছু করেন নাই। উনার পেয়ারের ভাষা উর্দু।

পাকিস্তানের নাম শুনলে উনার অন্তর ফেটে যায়,” বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.