জাদুঘর থেকে যাদু শিখে বের হচ্ছে দিনের প্রথম রোদ। বুদ হয়ে পাশে পড়ে থাকা
সড়কগুলো দেখছে এইসব ঝিলিকের উত্থান।চকচকে মেঘের আকাশী রঙে যে আখ্যান
মিশে আছে, তা দেখে হেঁসেলে আগুন ফুকছে প্রৌঢ় কামার। শাবল কিংবা খুন্তি হাতে
যে শ্রমিক কর্মসন্ধানে বেরোবে- তার গায়েও যাদুমন্ত্র পড়ে ফুঁ দিয়ে দিচ্ছে নবপরিনীতা
স্ত্রী। আমি সেই যাদুবিদ্যা শেখার জন্য আবার হাত পাতছি প্রশাখার কাছে। আবার
পুরনো পুষ্প দিয়ে সাজাচ্ছি বাসর।যে স্মৃতিগুলো বহুকাল থেকে আর্কাইভে পড়ে আছে,
আমি তার সেলুলয়েডগুলোর দিকে তাকাতে তাকাতে নির্ধারণ করছি পরিণত বিরহের
নতুন নীতিমালা।
॥ নিউইয়র্ক / ২২ ফেব্রুয়ারি ২০১৪ ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।