পদে পদে শেখার আছে
এখনো হলোনা শেখা-
আজও রয়ে গেলাম বড্ড বোকা !
ধোঁকা দেয়া না শিখে-
বর্তমানে আমিই বড্ড বোকা।
সমাজ-সংসার
সবাই যার যার
নিজের ছেলে আমার না
আমার রক্ত আমাকে
অস্মীকার করে-
ছিঃ ছিঃ যাই কোথায়...
এটা কি সংসার...?
নরক তুমি খুঁজো দোষ করে
এসোনা একদিন আমার ঘরে;
খুঁজাখুঁজির কোনো দরকার হবেনা
পেয়ে যাবে তাকে।
পঁচে দুর্গন্ধ বেরুচ্ছে
আমার শরীরের এক একটি অঙ্গ,
না বাঁচার মতো
প্রাণটুকু ধরে রেখে কি লাভ....
নিয়ে যাও না প্রভু আমায়
সহেনা যাতনা
বড্ড হতাশায় একাকী
আমি একজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।