আমাদের কথা খুঁজে নিন

   

আমি হাটতে শিখে গেছি

স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান

আমি হাটতে শিখে গেছি কিঙ্কর আহ্সান বাবার কথা শুনিনি তেমন কোনদিনই। বাতাসের খাচায় বন্দী ছিলো জীবন। জানালার ভেতর আচমকা চলে আসত চৈাকো আকাশ।

হাতের আড়ালে অগ্নিপুত্র আর টিনটিন। পাখির মত বন্য আমি নৈাকার পালে রং আর তুলি দিয়ে লাল রং মাখাই। ছবিগুলো হুড়মুড়িয়ে আসে যায় ঘুমের ভেতর, স্বপ্নে। ছবি আঁকা শিখবো শুনে বাবা বলেন, ‘ভ্যানগগ একটাই। ও তুমি হতে পারবেনা।

জয়নুল, হাশেম খান হবার সম্ভাবনাও দেখিনা। এই চ্যাপ্টার বাদ। ’ আমি তো ভ্যানগগ, জয়নুল বা হাশেম হবোনা বাবা। ছোট করে হলেও, অধম হলেও আমি আমিই হতে চাই। অতঃপর অভিমানে পিজিক্স বইয়ের ভেতর গোপন ‘কাকাবাবু সমগ্র’ টা কুচি কুচি করে ছেড়া হয়।

ঘরের দেয়ালে জেমসের পোস্টার। দিনমান বাজে, ‘লেইস ফিতা..লেইস। ’ গিটার বাজানোর শখ। বন্ধুর গিটারের তারে আমার রক্তের নোনা স্বাদ। ওতে জং ধরে সুর হয়ে বাজে এক একটা অল্পবয়সী গান।

বিটল্সের এ-বি-সি-ডি. রবীন্দ্রনাথের আদর্শলিপি, কিং ক্রিমসন, দুটো লালনের গান আর নজরুলের ‘উচাটন মন ঘরে রয়না..। ’ শুনে সময় পোড়াই। বন্ধুর হাতে বাঁশি, মন্দিরা, মাউথ অর্গান আর আরেকজন তবলায় পাউডার লাগিয়ে বলে, ‘নে কিঙ্কর, একটা গান ধর। ’ নাগরিক কবিয়ালদের কথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠে বাবা। বলেন, ‘আমার বাসায় ওসব হিপ্পিগিরি চলবেনা বলে রাখলাম।

আমি সহ্য করবোনা। কাল থেকে এই চ্যাপ্টার বাদ। ’ দূর্বা ঘাসে শরীর বিছিয়ে দিয়ে ভাবি এবার তবে ফিল্ম হোক। অই তো আইজেনস্টাইন, ডালি, ঘটক আর সত্যজিৎ। এবার ক্যামেরা হাতে নিতেই হবে।

শট ডিভিশন, ব্রেকডাউন শেষে বাবার অনুমতি নিতে যেতেই বাবার হুকুম, ‘যাত্রপালা শুরু হলো অবশেষে। এক পাও নড়বেনা বলে রাখলাম। সঙ সেজে এসব করে বেড়ানো আমার বাড়িতে চলবেনা। ’ প্রি প্রোডাকশনেই স্বপ্নের কবর দেই অবশেষে। লেখালেখিই ভালো।

এ নিয়েইতো আমার এতদিনের আরাধনা। বিমল কর, কমলকুমার, সন্দীপন, শক্তিরা বলে যায় এবার তবে কলম দিয়ে তোমার শহর শাসন করো। ততদিনে মেঘ সরে গেছে। বড় হয়েছি। বাবা নরম কণ্ঠে বলে, ‘বিসিএসটা দিয়ে দাওতো।

এসব করে কি হবে বলো? আমার মতো হও। তোমার পরিবারের আর দশটা ছেলের মতন হও। ’ ধাক্কা খেতে খেতে, স্বপ্ন ভাঙতে ভাঙতে আমি শামুক হয়ে গেছি। খোলসের ভেতর লুকিয়ে রাখি নিজেকে। গোপন রেখে সব বাবার কথায় সায় দেই।

আর মনে মনে বলি - সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে কি চলে বাবা? কেউ না কেউ তো কবি হবে। হবে গায়ক, লেখক, চলচ্চিত্র পরিচালক। তুমি আর থামাতে পারবেনা আমাকে। আমি হাটতে শিখে গেছি। জীবনের এই চ্যাপ্টারটা কখনই বাদ দেবেনা আমি।

কখনও না। -------- I may not be RICH, but i will be different, I WILL BE DIFFERENT....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.