বাঙ্গালীর শ্রমতেষ্টা মাঝে মাঝে আমার চোখে জল ধরিয়ে দেয় । নিন্দুক মানুষ যতই আমাদের অলস কুইড়া বলে গালি দিক’না কেন আমার অন্তরে তাদের জন্য যে অফুরন্ত প্রেম সঞ্চার হয়েছে তা কিছুতেই ধূলিসাৎ হবার নয় । কঠিন প্রেমের সহজ স্খলন আমার কাছে কঠিন ঠেকে । তাই নিন্দুকের কথায় কান না দিয়ে আমি দিব্যি নিজের চোখকে স্বাক্ষী রেখে ভালবেসে উপভোগ করে যাই বাঙ্গালীর নিদারুন শ্রমতেষ্টা ।
বাঙ্গালীর ধৈর্য্যও বটে ।
একই শ্রম পুনঃপুনঃ দানেও কোন ক্লান্তি নেই তাদের । যুবক এ মার খেয়ে বাঙ্গালী লেজ গুটিয়ে বসে থাকার পাত্র নয় । বীরের জাতি । তাই দ্রূতই ডেসটিনির বহুমুখী কল্যানে (!) নিজেকে নিয়োজিত করেন । নানান পন্যে নানান পয়েন্ট সংগ্রহ করে একেবারে তেলতেলে অবস্হা ।
গাছ লাগিয়ে একদিকে অক্সিজেনের পোয়াবারো বের করা ওদিকে পকেটকে হম্বিতম্বি বানানো শেষে মালয়েশিয়ায় স্বর্ন জমানো শুরু করেন । ছোট রাষ্ট্র জায়গা কম । নিরাপওা নিয়েও চিন্তা । তারচেয়ে দেশ বিদেশে নিরাপদে স্বর্ন জমানো বিরাট কল্যানের কথা । দশ মাসে টাকা দ্বিগুন হওয়া চাট্রিখানি কথা না ।
ইউনিপে’র লোকজন বিরাট ভদ্রলোক বলেই আমাদের ইচ্ছা অনিচ্ছাকে উপযুক্ত মর্যাদা দিতে পেরেছেন । তাছাড়া উপযুক্ত বাঙ্গালী পাত্র পাত্রীর স্বর্নের একটা প্রয়োজনীয়তা আছে বটে । একেবারে খালি নাক কানে শাদি মোবারক ইজ্জতের বিষয় । ইজ্জতের টানে ইউনিপের প্রতি যথাযথ শ্রম প্রদর্শন শেষে আমরা বসে বসে নাক ঢেকে ঘুমাবো এতটা অলস অথর্ব নই আমরা । আমরা পরিশ্রমী জাতি ।
শ্রম ভিন্ন আমাদের ঘুম আসে না । কিন্তু ব্যাপক দৌড়াদৌড়ি শেষে কিচ্ঞিত ক্লান্ত বিধায় একটু দম নিবার জন্য চেয়ার টেনে পেটটা একটু এলিয়ে দিয়ে যেই’না বসেছি অমনি মনে পড়ল আরে আমার দেহ মন ক্লান্ত বটে, চোখ আঙ্গুল’তো একেবারে নেতিয়ে যায়নি । তাই বসে বসে ক্লিক মারি আর ডলার ইনকাম করি । একদিকে রাষ্ট্রের রিজার্ভ ডলারের একটা হৃষ্টপুষ্ট আকার অন্যদিকে আঙ্গুলের টোকায় ব্যাংক ব্যালেন্স ভারী । খারাপ কি ! স্কাইল্যান্সার ডোল্যান্স্যার নানান ল্যান্সার ক্যান্সার আছে বলেই গরীব বাঙ্গালী দু’চারটা ডলারের মুখ দেখতে পেরেছে ।
না’হয় ডলার আর কাগজের মধ্যে পার্থক্যে আমাদের কে বুঝাতো শুনি ।
এতএত শ্রমেও আমরা ক্লান্ত নই । তাই মাঝে মাঝে হরলিক্স গ্লুকোজ খেয়ে আমরা নিত্যই যাতায়ত করেছি শেয়ার মার্কেটে । এরপরও যদি কেউ আমাদেরকে অলস জাতি ভাবে তবে মস্তিষ্ক যথাযথ শীতল রাখতে না পারার দোষ আমাদেরকে কিছুতেই দেওয়া যাবে না ।
………………..নিঃশব্দ নাগরিক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।