দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি দুদকের অর্থ পাচার মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের জামিন দেন বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এর আগে ৬ ফেব্রুয়ারি অর্থ পাচারের অভিযোগে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা করে দুদক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।