যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।
-এই! শোনো! আমার সাথে তুমি মথুরা পাখি হবে? আমি চুপটি করে হা করে থাকবো আর তুমি ঠোঁট দিয়ে আমার মুখে খাবার গুঁজে দেবে। কি মজার হবে! তাই না?
-হুম, হবো মথুরা পাখি। তোমার ইচ্ছে মতোই হবে। কথা দিচ্ছি।
-আমি জানতাম তুমি রাজি হবে! আমার ডানায় মুখ গুঁজবে তুমি, তোমার পাখায় থাকবে আমার ঠোঁট। উত্তাল ঝড়তুফানের মাঝে আমার একে অন্যের অবলম্বন হবো।
-হ্যাঁ, আমরা একে অন্যের অবলম্বন হব। অথবা আমরা হতে পারি হতে পারি হয়তো চাতক চাতকী। চিরতরের চাতক-চাতকী।
তৃষ্ণায় জল হবো দুজনের জন্য দুজন।
-আজকে তো হাসিমুখে রাজি হচ্ছ সব কথাতেই, ভয় পাই খুব। পাছে কোনোদিন এমন দিন না আবার এসে আমার থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। যদি কোনোদিন অমন হয় তো আমি কোন প্রানে বাঁচবো? কিই বা বাকি থাকবে আমার যা নিয়ে বাঁচবো?
-কক্ষনও দূরে যাবোনা আমি। আমি সবসময় তোমার পাশেই আছি, থাকবো আমৃত্যু।
কথা দিচ্ছি। তোমার সব ইচ্ছে পূরণ হবে। শুধু অপেক্ষা করো।
-আমি মনেপ্রাণে অপাক্ষায় আছি সেই দিনের যেদিন তুমি তোমার কুটিরের ভেতরে আমাকে ডেকে নেবে। এই অধীরতা যে কতোখানি প্রখর ওইটা একদম আমার মতো করে হয়তো তুমি বুঝবে না।
-হ্যাঁ, হয়তো অতোটা প্রখর ভাবে আমি বুঝব না, বুঝবো না তোমার আকুলতা কতটা গভীর। কিন্তু হ্যাঁ, আমিও সেই দিনের অপেক্ষায় আছি, খুব করেই চাইছি তোমায় আমার কুটিরে দেখার জন্য। কিন্তু, তুমি পারবে তো সেই ছোট্ট কুটিরে থাকতে? ঐ ছোট্ট কুটিরে আমার ভালবাসা ছাড়া আমি কিছুই দিতে পারবো না তোমাকে।
-হ্যাঁ। আমি অধীর হয়ে আছি ঐ কুটিরে যেতে।
তোমার কুটির। ছোট্ট কুটির। আমার স্বপ্ন কুটির। বেশি কিছু চাই না। তুমি শুধু আমার রোদ্দুর হয়ে থেকো।
আমি আমার রোদ্দুরের আঁচে সবসময়েই ঝরঝরে থাকতে চাই। কোনও রকমের ক্লেশ বা ক্লেদ যেন আমায় স্যাঁতস্যাঁতে করে দিতে না পারে তুমি কেবল ওইটা খেয়াল রেখো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।