আমাদের কথা খুঁজে নিন

   

চীনের ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত কিছু অতুলনীয় আবিস্কার (Unique inventiions and self-made project from China) ২য় পর্ব।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
১২)
তাও জিয়াংলি ২০০৮ সালে এই সাবমেরিনটি তৈরী করেন। এটিতে দুটি প্রপেলার আছে।

১৩)
দিং সিলু (ছবিতে বামে) গত বছর এই এয়ারক্রাফটি তৈরী করেছেন। এতে খরচ হয়েছে মাত্র ৩২৭ মার্কিন ডলার।

এই এয়ারক্রাফটি লম্বায় ৫ মিটার এবং উচ্চতায় ৪.৫ মিটার।

১৪)
নতুন ধরনের এই ভিহাইকেলটি চীনের হুনান ইউনিভার্সিটির একদল ছাত্র ২০১৩ সালে। এটি তৈরী করতে খরচ হয়েছে ৮,১৬৮ মার্কিন ডলার। এটি ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।

১৫)
ফুলের মতো দেখতে এটি একটি ট্রাক্টর।

গত বছর এটি তৈরী করা হয়েছে। রাস্তা পরিস্কারের কাজে এটি ব্যবহৃত হয়।

১৬)
এটি দিং সিলুর তৈরী করা আর একটি এয়ারক্রাফট। ২০১১ সালে এটি তৈরী করা হয়েছে। খরচ হয়েছে মাত্র ৩৯৫ মার্কিন ডলার।

ওজন ১৩০ কেজি।

১৭)
এটি ঝু রানকুয়াং কর্তৃক তৈরী একটি হোমমেড গাড়ি। ২০১৩ সালে ৪৭ বছর বয়সী ঝু এটি তৈরী করেন। এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।

১৮)
৫০ বছর বয়সী কৃষক গুয়া নিজের নাতীর জন্য এই খেলনা গাড়িটি তৈরী করেছেন গত ১৯ তারিখে।

মাত্র ছয় মাসে ৮১২ মার্কিন ডলার ব্যয়ে তিনি এটি তৈরী করেন। গাড়িটি ২ মিটার লম্বা ও ১ মিটার প্রশস্ত। এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।

১৯)
৫৫ বছর বয়সী তিয়ান সেনজিং ২০১২ সালে এই হেলিকাপ্টারটি তৈরী করেছেন।

২০)
ঝেং জিউলিন নিজের তৈরী এয়ার ক্রাফটে বসে আছেন।

মাত্র ৩২১ মার্কিন ডলার খরচ করে এক বছরেরও কম সময়ে ২০১২ সালে তিনি এটি তৈরী করেছেন।

২১)
ঝেং উই ২০১৩ সালে এই সাবমেরিনটি তৈরী করেছেন।

২২)
এটি ঝেং এর তৈরী আর একটি মিনিয়েচার সাবমেরিন। ২০১১ সালে তৈরী করা হয়েছে।

২৩)
ওয়েন জেকুয়ান নামের একজন ৫৪ বছর বয়সী মটর সাইকেল মেকানিক গত বছর এই হেলিকাপ্টারটি তৈরী করেছেন।

এটি তৈরী করতে সময় লেগেছে তিন মাসের একটু বেশী। খরচ হয়েছে ১৬৩০ মার্কিন ডলার। হেলিকাপ্টারটি ৪.২ মিটার লম্বা ও ২.৮ মিটার উঁচু।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।