আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পর.. অকারণে...

চেনা-শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে..

সবাই ভীষণ অবাক হয়ে বলে- এখন আর লিখিস না?
আমি একটু হাসি দিই..
আমি কি কখনোই অনেক লেখালেখি করতাম?? হ্যাঁ, সেই স্কুল-কলেজে একটা ঝোঁক তো ছিল! পুরোনো খাতা-পত্র ঘেঁটে এখনো অংকের থেকে লেখালেখির খাতাটাই বেশী মোটাসোটা মনে হতে পারে.. ঐ পর্যন্তই..
মাহমুদ ভাই বলেছিলেন- “লেখো না? সি.এস.ই তোমার সব খেয়ে দিলো নাকি?”
আমার কাছে মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি,আর আমার লেখালেখির আয়ু বোধহয় অনেক আগেই শেষ! আজকাল কিছু লিখবো ভাবলেও লিখা হয়ে ওঠে না! সত্যি বলতে লিখব- আজকাল আমি সেটা ভাবিই না! লিখার জন্য বোধহয় আসলে নিজের জন্য সময় বের করা প্রয়োজন, আমি নিজের জন্য সময় বের করাই ভুলে গেছি...লম্বা একটা সময় ছুটি কাটিয়েও আমি আজকাল আর নিজের জন্য সময় বের করতে পারি না! চেষ্টাও করি না আসলে...প্রিয়মুখগুলোর মাঝে ডুবে থাকতেই ভালো লাগে...

আজকের এই এতগুলো কথা আসলে কাউকে বলার জন্য বা কেউ পড়বে সেজন্য নয়, নিজেকেই কিছু বলার চেষ্টা করছি...একটু হয়তো নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি! সেটাও নিজের জন্য না...তোমার জন্য...তোমার জন্য কিছু লিখবো বলেই হয়তো ফিরে আসার চেষ্টা করা। তুমি তো কখনোই আমাকে এসব লেখালেখি করতে দেখো নি! আমিও তো চাই আমার এই একটুখানি অকারণ লেখালেখির মাঝে তুমি থাকো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।