আমাদের কথা খুঁজে নিন

   

এমপি আসলামুলকে দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জন ও হলফনামায় প্রদত্ত সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ মার্চ তাকে দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ বুধবার দুদকের উপ-পরিচালক শেখ মেজবাহুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হওয়ার জন্য চিঠি দেন বলে নিশ্চিত করেছেন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা।

দুদক সূত্র জানায়, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত সাবেক ও বর্তমান সংসদ সদস্য আসলামুল হক। আগের মেয়াদের ক্ষমতার পাঁচ বছরে তার ঘোষিত সম্পত্তি (জমি) বেড়েছে ৩৪ গুণের বেশি।

২০০৮ সালের হলফনামা অনুযায়ী তিনি ও তার স্ত্রী মাকসুদা হক চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমির মালিক ছিলেন। যার মূল্য প্রায় ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

দশম সংসদ নির্বাচনের হলফনামায় এ সংসদ সদস্য বলেছেন, স্বামী-স্ত্রী মিলে তারা ১৪৫ দশমিক ৬৭ একর (১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ) জমির মালিক। যার মূল্য প্রায় এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া আসলামুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে জমি দখলের অভিযোগও রয়েছে।

তিনি দশম সংসদ নির্বাচনে একই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিতর্ক রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.