কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজকে ছিল সখিপুর উপ-নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। সরকার যদি চায় আমরা সংসদে না যাই। এ সংসদে আমরা যেতে চাই না। টাঙ্গাইল-৮ আসনে মৃত্যুজনিত কারণে আসন খালি না হলে কৃষক শ্রমিক জনতালীগ এই নির্বাচনে অংশ নিত না।
আমরা এই নির্বাচনে অংশ নিতে চেয়েছি আন্দোলনের একটি অংশ হিসেবে।
যদি সরকার মনে করে যে কেউ সংসদে যাবে না। তারা যা খুশি তাই করবেন এটা তাদের ব্যাপার। আর যদি তারা এটা মনে করে যে দেশে সুষ্টু নির্বাচন হবে। এটা জাতীয় নয়, উপ-নির্বাচন। উপ-নির্বাচনের মধ্যদিয়ে কৃষক শ্রমিক জনতালীগের জন্ম।
তাই আরেকটা উপ-নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। তারা যদি চায় আমরা নির্বাচনে অংশ গ্রহন না করলাম। তবে স্পষ্ট করে বললেই আমরা অংশ গ্রহন থেকে বিরত থাকবো। আমাদের মনোনয়পত্রে আমাদের ক্লাসিফাইট দেখানো হয়েছে।
গত ৩১শে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইপি'র একটি রিপোর্টে আমরা পরিস্কার না এটা দেখানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ১৪ নং পরিপত্রে পরিস্কার করে বলা হয়েছে, যে দেশের এরকম অর্থনীতির মন্দার কারণে ঋণ গ্রহনকারীদের ঋণ পুরো তফসিল করার জন্য ডাউন প্রেমেন্টের যে প্রয়োজন ছিল সেগুলোর কোন কড়াকড়ি করা হবে না। আর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নির্বুদ্ধিতার জন্যই আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ বিকেলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তোমের টাঙ্গাইলস্থ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আরো বলেন, লড়াই হিসেবেই এ উপ-নির্বাচনকে নিয়ে ছিলাম। সরকার যদি অনুরোধ করে আমি নির্বাচন করলে তাদের অসুবিধা তবে তাদের অনুরোধ আমি রাখবো।
আমরা দলীয়ভাবে চিন্তা করছি আমরা আফিল করবো এবং হাইকোর্টেও যাবো। যদি আফিল ছাড়া হাইকোর্টের বিধান পাই আমরা তা হলে আর এই সমস্ত টুটু জগন্নাৎ যারা রাবার স্ট্রাম্পের মতো কাজ করে। আইনবোধ নেই এবং আইন জানেও না। তাদের কাছে যাওয়ার কোন মানে হয় না। আর যদি বাধ্যবাদকতা থাকে যে এই আইনকে পার করে যেতে হবে।
তবে নিশ্চিয় আমরা আফিল করতে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন বেগম নাসরিন কাদের সিদ্দিকী ও জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।