আমাদের কথা খুঁজে নিন

   

রাজ্জাকের কাঠগড়ায় শিশির

ভারতের ইনিংসের ৪৪তম ওভারে ডিপ স্কয়ার লেগ সীমানায় ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। তাই বুধবার রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়কের বদলে দলের প্রতিনিধি হয়ে আসেন রাজ্জাক।

২৭৯ রান করার পরও শিশির পড়ার কারণে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কমে বলে দাবি করেন রাজ্জাক।

“রান ভালো ছিল। কিন্তু মাঠ বেশি ভেজা ছিল।

২৪ ওভারের পর বল ধরতেই খুব সমস্যা হয়েছে। ”

আগের দিন অবশ্য পরে বল করেও পাকিস্তানকে রুখে দিয়েছিল শ্রীলঙ্কা। সেই প্রসঙ্গে রাজ্জাক বলেন, “কাল ম্যাথিউস (শ্রীলঙ্কা অধিনায়ক) কি বলেছে, আমি জানি না। ২৪ ওভারের পর বল ধরতেই পারছিলাম না। আমার মনে হয়, পরের ম্যাচগুলোতে অন্যরাও তাই বলবে, বিশেষ করে যাদের মূল শক্তি স্পিনাররা।

মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ১২ রানে জেতার পর সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস শিশিরের কোনো ভূমিকা কথা জানাননি।

চোট কাটিয়ে দলে ফেরা রাজ্জাক জানান, বিরাট কোহলিকে থামানোর পথ জানা ছিল না স্বাগতিক বোলারদের। আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েও কাজ হয়নি।

“ওরা ভালো খেলেই রান নিয়েছে। এমনিতেই চার জনের বেশি ফিল্ডার ত্রিশ গজের বাইরে রাখা যায় না।

আমরা একজন বাড়তি ফিল্ডার ত্রিশ গজে রেখেও চেষ্টা করেছি, কিন্তু ওরা ভালো খেলেই জিতেছে। ”

মুশফিক ও এনামুল যখন খেলছিলেন, তখন তিনশ’ রান সম্ভব মনে হচ্ছিল জানিয়ে রাজ্জাক বলেন, “মাঝখানে কোথাও হয়তো কয়েকটা বল এদিক সেদিক হয়ে গেছে। নির্দিষ্ট করে বলা যাবে না। কিন্তু কোথাও না কোথাও ভুল হয়েছে। কিছু কিছু সময়ে ভুল হয়ে গেলে আর রিকভারি করা যায় না।

বিসিবির গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, মুশফিকের আঘাত পাওয়া জায়গায় এক্সরে করা হয়েছে। রিপোর্টে খারাপ কিছু আসেনি। বৃহস্পতিবার ঢাকায় এমআরআই করানো হবে বাংলাদেশের অধিনায়কের।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.