আমাদের কথা খুঁজে নিন

   

‘শান্তিপূর্ণ প্রতিবাদের’ আহ্বান রাজ্জাকের

সেইসঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো বাধা না দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।
গত বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর রোববার হরতাল ডেকে সহিংসতায় নামে দলটির কর্মীরা। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা হয়। অন্যদিকে ভাংচুর ঠেকাতে নামা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন জামায়াত -শিবিরের কয়েকজন।
এর মধ্যে রোববার এক বিবৃতিতে রাজ্জাক বলেন, “আব্দুল কাদের মোল্লার সমর্থকদের অনুভূতির প্রতি আমরা সহানুভূতিশীল এবং শান্তিপূর্ণভাবে তাদেরকে শোক প্রকাশের অনুরোধ করছি।


যে আইনে বিচারে কাদের মোল্লার সাজা হয়েছে, তা ‘ভুল’ দাবি করে তিনি বলেন, “একটি ভুল আরেকটি ভুলকে ন্যায্যতা দিতে পারে না। ”
এই আইনজীবী বলেন, “আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞরা এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, যে আইনের অধীনে আব্দুল কাদের মোল্লার বিচার হয়েছে তা ত্রুটিপূর্ণ। যে সব দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, তারাও মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকতে সরকারকে অনুরোধ করেছিলে।

“আমরা সুস্পষ্ট বলছি যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের প্রদত্ত রায়গুলো ছিল ভুল। ”
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি রাজ্জাকের আহ্বান, “মত প্রকাশের স্বাধীনতা জনগণের সাংবিধানিক অধিকার।

জনগণকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা দিন। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.