লুটেরা তুমি
হৃদয়খানি লুটে নিয়েছো
দস্যুর মত—
১২ টি দীর্ঘশ্বাস ,
জন্ম দিয়েছো—
খেলায় মেতেছো।
রাতের ঘুম,নিদ্রা কুসুম
কেড়ে নিয়েছো—
সুখী পৃথিবী—স্বপ্ন সাধনা
লুটে নিয়েছো—
খেলায় মেতেছো।
কিছু হাহাকার —কিছু ব্যর্থতার
পাহাড় গড়েছো—হৃদয়ে আমার।
অতপর হারিয়ে গেছ
সাত জনমের অাঁধার হয়েছো—
লুটে নিয়ে হৃদয়টারে—
খেলায় মেতেছো।
সোনার ভোরে
কপাটখানি বদ্ধ করে
দূরে রেখেছো—
চাতকের চোখে অশ্রুফোটা
ঢেলে দিয়েছো—
কেমন ছলায় আশার আলোটি
নিভে দিয়েছো—
লুটে নিয়েছো —লুটে নিয়েছো
মিথ্যে প্রবোধ অঙ্গে মেখেছো—
অপেক্ষার প্রহর সাজিয়ে দিয়েছো—
এখনো এ হৃদয়ে ঘাসফুল
এ দেহ ঘাসফড়িং
এ দুটি চোখ জোনাক আলো
এ মনটা প্রজাপতি—
তাতে তুমি কি করেছো?
লুটে নিয়েছো লুটে নিয়েছো—
হদয়টাকে ভেঙে দিয়ে লীন হয়েছো—
লুটেরা হয়েছো।
১২ টি দীর্ঘশ্বাস ,
জন্ম দিয়েছো—
ছবি-নেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।