গরীবগুর্বোরাই এভাবে বেঘোরে মরে।
ভবন ধ্বসে একসাথে লাশ হল এতগুলো পোষাককর্মী । এর আগেও পুড়ে মরল কয়েকশত । এরা পায় না নূন্যতম মজুরী, কর্মস্থলে এদের জন্য নেই কোন ইনসুরেন্স ব্যবস্থা।
চলমান রাজনীতিতে চলছে এখন ধর্ম নিয়ে মাতামাতি - নাস্তিকতা, আস্তিকতা নিয়ে দড়ি টানাটানি।
লুটেরা ধনীক শ্রেণীর রাজনীতিতে এটি বাহানা মাত্র।
রাজনীতিতে নাস্তিক-আস্তিক দ্বন্দ্ব আরোপিত অনুষঙ্গ। সত্যিকার দ্বন্দ্ব শোষক আর শোষিত শ্রেণীতে। সাধারণ মানুষ এবং নতুন প্রজন্ম এখন ঠিকই বুঝে। ধর্মমুখোশে রাজনীতি আর বেশীদিন চলবে না।
শোষক শ্রেণীর বিপক্ষে লুটেরা শোষক শ্রেণীর বিরুদ্ধেই একদিন যুদ্ধ নামবে নতুন প্রজন্ম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।