আমাদের কথা খুঁজে নিন

   

সব পীরের মুরিদ থাকে

সাধারণ

আমাদের এক বন্ধু ছিল, অনেক মোটা। বিশ্ববিদ্যালয়ের প্রথম বাইভ্যাতে আমি ধারণা করেছিলাম কার ও অভিভাবক। কিন্ত
আমার সকল ধারণায় ভুল হয়ে গেল, যখন আমি তাকে প্রথম ক্লাশে দেখলাম। আমার চিন্তা হতে থাকে এতো মোটা মানুষকে কেইবা বিয়ে করবে। আমি একদিন তাকে বললাম চল আমরা আমাদের ওজন পরিমাপ করি।

সে আমাকে বলল
তোমার দরকার হলে তুমি মাপতে পার।
আমার মোটা বন্ধুটার খুব শখ সে আগ্রার তাজমহল দেখবে। তাই আমরা দিল্লি যাওয়ার আগের ইস্টেশনে নেমে পড়লাম। তারপর সে রিস্কা চালক কে ডাকল- তখন রিস্কা চালক বলল " তিন মণছে জায়েদা লেনেকা হুকুম নেহি"। সে হিন্দি ভাল বুঝতে পারেনা তাই সে আমাকে বলল রিস্কা চালক কি বলল? আমি বললাম তুমি তিন মণের বেশী তাই তোমাকে নেয়ার হুকুম নাই।

সে বলল ,"তুমি আমার সাথে ফাজলামী করছ কেন"?
চতুর্থ বছর পার হতে না হতেই জানতে পারলাম তার বিয়ে।
আসলে সব পীরের মুরিদ থাকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.