বিমসটেকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে নেপাল। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেকের) তৃতীয় সম্মেলনে নেপালকে সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সংগঠনের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সুমিথ নাকানদাল। মিয়ানমারের রাজধানী নেপিতোয় চার দিনব্যাপী সম্মেলনের শেষ দিন ঘোষণাপত্রে নেপালকে চেয়ারম্যানশিপ প্রদান ও মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।