আমাদের কথা খুঁজে নিন

   

যশ চোপড়াকে নিয়ে প্রামাণ্যচিত্র

ভারতের প্রয়াত চলচ্চিত্র পরিচালক যশ চোপড়ার ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ করবেন তার ছোট ছেলে উদয় চোপড়া। এ প্রসঙ্গে উদয় বলেন, 'বাবা একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা ছিলেন। আমি তার ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চাই। এ প্রামাণ্যচিত্রে তার পুরো জীবনচিত্রই তুলে ধরব।' 'জাব তক হ্যায় জান', 'ইশাকজাদে', 'বীরজারা', 'ফানা', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'সিলসিলা', 'লামহে'র মতো জনপ্রিয় সব ছবি নির্মাণ করেন প্রখ্যাত এ পরিচালক। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার এবং প্রযোজক হিসেবেও খ্যাতি পান যশ। কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। ১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে যশ চোপড়া জন্মগ্রহণ করেন। গত বছরের ২১ অক্টোবর মারা যান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.