আমাদের কথা খুঁজে নিন

   

'জাতিসংঘের নামে দেশে অপপ্রচার চালানো হচ্ছ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের নাম ভাঙিয়ে দেশে একটি মহল নানা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন। এসব অপপ্রচারের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন- 'কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছেন বলে যে প্রচারণা চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জাতিসংঘ মহাসচিব কাদের মোল্লার ফাঁসির কোনো প্রতিবাদ জানাননি'। সিলেট সার্কিট হাউসে গতকাল সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ড. মোমেন আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে শান্তি মিশনে লোক পাঠানো সহজ। তাই জাতিসংঘও বাংলাদেশ থেকে লোক নিতে বেশি আগ্রহী। বর্তমানে শান্তি মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে। সম্প্রতি মালিতে শান্তিমিশনে যোগ দিয়েছে ১৪৫০ বাংলাদেশি। বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। আর এ রকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পাশর্্ববর্তী দেশগুলোসহ ইউরোপ-আমেরিকার অনেক দেশেও নির্বাচনে পর্যবেক্ষক থাকে না। পর্যবেক্ষক ডেকে আনা মানে অন্যদের মাতব্বরি করতে দেওয়া। নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠায় না, কেবলমাত্র কারিগরি সহায়তা দেয়। জাতিসংঘের বিশেষ দূত তারানকোর বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, তিনি দুই দলের মধ্যে সংলাপ আয়োজনে সফল হয়েছেন। তবে সময়ের কারণে তা ফলপ্রসূ হয়নি। এই সংলাপ এক সময় সফল হবে। ড. একে আবদুল মোমেন বলেন, জাতিসংঘে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বেড়েছে। জাতিসংঘের বিভিন্ন অভ্যন্তরীণ নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ছে ও বিজয়ী হচ্ছে। ৫ বছর আগেও জাতিসংঘে বাংলাদেশ এমন সম্মানজনক আসনে ছিল না।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.