ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর জরিপে বিষয়টি প্রকাশ পেয়েছে বলে সোমবার জানিয়েছে বিবিসি।
নিউইয়র্কভিত্তিক ইআইইউ নগর জীবনের জন্য অপরিহার্য ৪শ’টি জিনিসের মূল্যমান তুলনা করে জরিপটি পরিচালনা করে।
সিঙ্গাপুরের শক্তিশালী মুদ্রা ও গাড়ি ব্যবহারের উচ্চ খরচের সঙ্গে সেবা খাতের বাড়তে থাকা বিল একে শীর্ষ ব্যয়বহুল নগরীতে পরিণত করেছে।
কাপড়-চোপড় কেনার ক্ষেত্রেও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী।
চলতি বছরে ব্যয়বহুলতায় সিঙ্গাপুর পেছনে ফেলেছে জাপানের রাজধানী টোকিওকে।
২০১৩ সালে টোকিও ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর।
চলতি বছর টোকিও নেমে এসেছে ছয় নম্বরে। প্রতিদিনের খাবারের খরচে চলতি বছরও বিশ্বের শীর্ষস্থানে আছে টোকিও।
সিঙ্গাপুরের পর চলতি বছর বিশ্বের দ্বিতীয় সর্বো্চ্চ ব্যয়বহুল শহর হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসের নাম এসেছে। এরপর আছে যথাক্রমে নরওয়ের রাজধানী অসলো, সুইজারল্যান্ডের জুরিখ এবং অস্ট্রেলিয়ার সিডনি।
এশিয়ার কয়েকটি নগরী শীর্ষ দশের মধ্যে থাকলেও সবচেয়ে কম ব্যয়বহুল শহরগুলো এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ভারতের অন্যতম বৃহত্তম শহর মুম্বাই ও নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহরের স্বীকৃতি পেয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।