আমাদের কথা খুঁজে নিন

   

তোমার প্রেমে

আমি তোমার প্রেমে বারবার পড়ি,
হারাই তোমার চোখের গভীর সমুদ্রে
প্রজাপতি পাখনা মেলে উড়ি-
তোমার অধরের পবিত্র চুম্বনে।

আরো এককোটি বছর আমি
তোমার প্রেমেই পড়তে চাই।
তোমার নখের, তোমার চুলের
তোমার খোঁপার, তোমার ভ্রু,
লক্ষকোটি বছর পলকহীন
ওচোখের ভাষা পড়তে চাই।

আরো কোটি কোটি বছর আমি
তোমাকেই ভালোবাসতে চাই।
তোমার চলন, তোমার বলন
তোমার আহ্বান, তোমার ধরণ
তোমার রোজকার অভ‌্যেস
তোমার মধুর যতসব ভুল;
শুরু থেকে শেষ, শেষে এসে
আবার নতুন করে প্রেমে পড়তে চাই।

এই একজীবনে-
কতোটুকুই বা ভালোবাসা যায়?
তোমাকে ভালোবেসে বেসে অমর হতে চাই।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।