ভারতের বিরুদ্ধে লড়াই করে চলছে আফগানিস্তান। কিন্তু আগের ম্যাচগুলোর লড়াকু চেতনা যেন পুরোপুরিই হারিয়ে ফেলেছে আফগানরা। দলীয় শতকে পৌঁছতেই সাত উইকেট হারায় তারা। শেষ খবর, ৪০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১৪৫ রান।
এর আগে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শাহজাদ ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান তুলে অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
এ সময় দলীয় সংগ্রহ ছিল ৭ উইকেটে ৯৫ রান। এর আগে বাংলাদেশের কন্ডিশনে দুর্বার হয়ে উঠা ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা একাই ৪ উইকেট তুলে নেন। রবিচন্দন অশ্বিন নেন দুই উইকেট। নিজের করা প্রথম ওভারেই মাত্র ১ বলের ব্যবধানে ২ উইকেট তুলে নেন এই জাদেজা। ইনিংসের ১৩তম ওভারে তিনি রহমত শাহ(৯) ও নুর আলী জর্দান (৩১) কে ফেরান।
বুধবার এশিয়া কাপের নবম ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩০ রানের পার্টনারশিপ পায় আফগানিস্তান। আফগানদের হয়ে গোড়াপত্তনের জুটিতে ৫ রান করে সাজঘরে ফেরেন নওরোজ মঙ্গল। ইনিংসের ষষ্ঠ ওভারে মোহাম্মদ সামির শিকার হন তিনি।
এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মহাদেশীয় এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও পাকিস্তান ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করায় এই ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
ম্যাচটিতে একাদশ অপরিবর্তিত রেখেছে টিম ইন্ডিয়া। তবে আফগানিস্তান একটি পরিবর্তন এনেছে।
ভারতীয় দল:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রায়ডু, আজিঙ্কা রাহনে, দিনেশ কার্তিক, ররীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সামি, অমিত মিশ্র ও ভুবনেশ্বর কুমার।
আফগানিস্তান দল:
মোহাম্মদ শেহজাদ, নুর আলী জর্দান, আজগর স্টেনিগজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবি, সলিমুল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জর্দান, রহমত শাহ, মিরওয়াইস আশরাফ, শাপুর জর্দান ও দৌলত জর্দান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।