এর মধ্যে সিএপিএম ভেনচার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের মূল উদ্যোক্তা হিসাবে মাহমুদ হোসাইনের নাম উল্লেখ করা হয়েছে। আর মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মূল উদ্যোক্তা হিসাবে দেখানো হয়েছে কাজী আমিনুল ইসলামের নাম।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বুধবার ওই দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়ার ‘নীতিগত’ সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, “আজ পরিচালনা পর্ষদের সভায় আরও দুটো আর্থিক প্রতিষ্ঠান দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) দিতে বলা হয়েছে।
”
বর্তমানে দেশে ৩১টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। আওয়ামী লীগের গত মেয়াদে মোট নয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক বিবেচনায় এসব অনুমোদন দেয়া হয় বলে সে সময় অভিযোগ ওঠে।
এস কে সুর জানান, নতুন দুই আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হতে হবে অন্তত ১০০ কোটি টাকা। এই অর্থের জন্য উদ্যোক্তাদের পুরো করও পরিশোধ করতে হবে।
এছাড়া আইন অনুযায়ী আরও ৩০টি শর্ত পূরণ করতে হবে উদ্যোক্তাদের।
সুর চৌধুরী বলেন, “এটা অনুমোদনের প্রাথমিক পর্যায়। এখন উদ্যোক্তাদের অন্যান্য শর্ত পূরণ করতে হবে। তারা তাদের ব্যবসায়িক পরিকল্পনা জমা দেবেন, আমরা দেখব। তারপর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।