আমাদের কথা খুঁজে নিন

   

ব্যানারে আগুন দিয়ে ছাত্রদের ধাওয়া দিল এলাকাবাসী

পুরান ঢাকার ২৬ মালিটোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উচ্চ বিদ্যালয়ের নাম ফলকে শিক্ষার্থীদের দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বজলুর রহমান হলের ব্যানার ছিড়ে ফেলেছে এলাকাবাসী। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে হলের নাম সম্বলিত ব্যানার খুলে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।

এর আগে পুলিশের বাধা পেয়ে জবি শিক্ষক সমিতির সদস্য শেখ মাশরিক হাসান মেহেদী এবং ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক মাহাদী হাসানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দখল হওয়া বজলুর রহমান হলের ফলক লাগিয়ে দেয়।

এরপর সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া এলাকাবাসী ওই ব্যানার খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা শিক্ষার্থীরাদের ধাওয়া দেয়। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মিছিলে পুলিশের বাধা পেয়ে রায়সাহেব বাজার মোড়ে বিক্ষোভ করছেন জগন্নাথের আন্দোলনরত শিক্ষার্থীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.