আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি মামলা

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ পরিচালক যতন কুমার রায় শাহবাগ থানায় মামলাগুলো দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, আলমগীর কবির প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে ‘নামমাত্র মূল্যে’ সরকারি জমি দেয়ায় সরকারের ১৫ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি হয়।

এতে বলা হয়, আলমগীর কবির গৃহায়ন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ২০০৬ সালে মিরপুর-৮ এলাকায় ওই ৭ একর জমি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করেন।

তার ‘হস্তক্ষেপে’ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে ‘বাজারমূল্যের চেয়ে কম দামে’ প্লট বরাদ্দ দেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.