আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক প্রতিমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

চারদলীয় জোট সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর করিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে  দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

আজ দুপুরে রাজধানীর শাহাবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়। বাদী হয়ে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়। মামলা নং-১১।

মামলায় অন্য তিনজন হলেন সাবেক উপপরিচালক ভুমি সম্পদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ ও বর্তমান সদস্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো. আজহারুল হক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মতিয়ার রহমান।

জানা গেছে, ২০০৫ সালে মিরপুর ১৪ ইসিবি চত্বরে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সাত একর জমি সাংবাদিকদের নামমাত্র মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ক্ষতি করায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.