'ওরা নিজেকে কখনো কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মডেল কিংবা প্রবাসীর স্ত্রী পরিচয় দিয়ে টার্গেট করা ব্যক্তিকে ফোন করেন। গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। এক সময় দেখা করার প্রস্তাব দিয়ে টোপ দেন। রাজি হলে দেখা করার কথা বলে নির্জন জায়গায় নিয়ে অশ্লীল ছবি তুলে দাবি করেন মোটা অংকের টাকা।' এভাবে নতুন করে প্রতারণায় নেমেছেন চট্টগ্রামের চারটি চক্রের ত্রিশের অধিক সদস্যা। তারা এরই মধ্যে বন্দরনগরীর ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসকসহ বেশ কয়েকজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- কুলসুমা আকতার তানিয়া, মুন্না কামাল, মো. রবি ও আবদুছ সাত্তার। ডিবির অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আকতার বলেন, 'ফোন করে প্রতারণা চক্রের চারটি দলের একটিকে গ্রেফতার করা হয়েছে। নগরীতে এ ধরনের চারটি চক্র রয়েছে। এ চক্রগুলোর নেতৃত্ব দিচ্ছেন বগারবিল এলাকার জেসি, ইস্পাহানীর শারমিন, স্টিল মিল এলাকার সুমি ও চান্দগাঁওয়ের তানিয়া ওরফে কুলসুমা। এ চক্রে একজন নারী সদস্য ছাড়াও ছয় থেকে ১০ জন পর্যন্ত পুরুষ সদস্য রয়েছেন। জানা যায়, 'ফোনো প্রতারক' চক্রের পুরুষ সদস্যরা ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজে প্রতিষ্ঠিতদের টার্গেট করেন। পরে টার্গেট করা ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে নারী সদস্যদের দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।