আমাদের কথা খুঁজে নিন

   

ফোনে আড়ি পাতায় প্রয়োজন হবে অনুমতির

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি বিষয়ক একটি প্যানেল বলেছে ভবিষ্যতে বিদেশি নেতাদের টেলিফোনে আড়ি পাতার ক্ষেত্রে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসএ) উচ্চপর্যায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে। দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেনের তথ্য ফাঁসের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্যানেল গঠন করেন। প্যানেলটির দেওয়া পর্যবেক্ষণে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের টেলিফোন, এসএমএস ও ই-মেইলের তথ্য এনএসএ নয় বরং তৃতীয় কোনো পক্ষের হেফাজতে রাখা উচিত। পাঁচ সদস্যবিশিষ্ট এই প্যানেল ইতোমধ্যেই তিনশ পৃষ্ঠার এক প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে ৪৬টির মতো পরামর্শ প্রদান করা হয়েছে। প্রতিবেদনটিতে মূল যে বিষয়টি উঠে এসেছে তা হলো মার্কিন ফোন কোম্পানিগুলোর মাধ্যমে গোয়েন্দা সংস্থার ব্যাপক নজরদারির বিষয়টি কমিয়ে আনতে হবে। এতে আরও বলা হয়েছে, ফেডারেল কোর্ট যেটি জাতীয় স্পর্শকাতর বিষয়গুলো তত্ত্বাবধান করে, শুধু তারাই ফোনে আড়ি পাতার মাধ্যমে পাওয়া তথ্যগুলো সংগ্রহ করতে পারবে। তবে সেটি যদি নির্দিষ্ট করে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী কার্যকলাপের তদন্তের স্বার্থে হয়। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.